দারুস সালামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
৬ মে ২০১৮ ১৩:২১ | আপডেট: ৬ মে ২০১৮ ১৩:২২
।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর দারুস সালামের লালকুঠি এলাকার একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৬ মে) লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনসেড বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিউটির স্বামী মো. কামাল হোসেন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে মাগুরা সদর উপজেলায় কর্মরত। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে গতরাতেই তিনি ঢাকায় আসেন। তিনি বলেন, ‘ধানমন্ডি ৭ নম্বরের সানি ডাইন স্কুলের হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন বিউটি। কয়েকদিন আগে বিউটির ছোটবোন রিতু মেয়েকে নিয়ে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে বেড়াতে যান। লালকুঠির ওই বাসাতে ঘটনার সময় বিউটির বাবা ও রিতুর স্বামী রইচউদ্দিন ছিলো।’
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে দরজা খোলা দেখতে পায়। ভেতরে ঢুকে বাতি জ্বালিয়ে সে দেখে বিউটির হাত-পা রশি দিয়ে বাঁধা, মুখে সাদা স্কচটেপ লাগানো। পরে থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত শাহানা আলম খান বিউটি (৪৫) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আগতাড়াইল গ্রামের শামসুল আলম খানের মেয়ে বিউটি। লালকুঠির ওই নিজস্ব বাসাতে ছোট মেয়ে রোকসানা আলম খান রিতু, মেয়ের স্বামী রইচউদ্দিন ও সন্তানসহ থাকতেন তারা।
জানা যায়, নিহত বিউটি সহকারী উপ পরিদর্শক কামালের ২য় স্ত্রী। তার কোনো সন্তান নেই। প্রথম স্ত্রী খুলনায় থাকেন। তবে তার সম্পর্কে কিছু জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান কামাল।
বিউটির ভাই কামরুল আলম খান জানায়, সম্পত্তি নিয়ে একটু ঝামেলা ছিল, তবে তা এখন আর নেই। চার-পাঁচ মাস আগে সেটা সমাধান হয়ে গেছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা আমার জানা নেই।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেলিমুজ্জামান জানান, গতরাতে বিউটির হাত-পা বাঁধা, মুখে স্কচটেপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামী এএসআই কামাল মাগুরাতেই দায়িত্বরত ছিলো। তিনিও মৃত্যুর খবর শুনে ঢাকায় এসেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/এমও
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook