Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২ মাসের মধ্যেই দেশে চলবে ইলেকট্রিক কার ও মোটরবাইক’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ২৩:০৬

ঢাকা: আগামী এক থেকে দুই মাসের মধ্যেই দেশের রাস্তায় ইলেকট্রিক কার ও মোটরবাইক চলবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের শেষ দিনে ‘ম্যানুফ্যাকচারিং এর ভবিষ্যৎ: বাংলাদেশে অটোমোবাইল এবং হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ের সুবিধা’ শীর্ষক এক সেশনে সম্মানীয় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাতলুব আহমদ বলেন, ‘বাজারে ইলেকট্রিক কার ও বাইক চলে এসেছে। আগামী দুয়েক মাসের মধ্যে সরকারের নীতিমালাও আমরা পেয়ে যাব। তারপর থেকে ঢাকার রাস্তায় ইলেকট্রিক কার ও বাইক চলবে।’ তিনি বলেন, ‘অটোমোবাইল ও হাইটেক ইন্ডাস্ট্রিজ শিল্পে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। এখানে দেশি ও বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন। দেশের অটোমোবাইল ও হাইটেক শিল্পকে এগিয়ে নিতে পোশাক খাতের মত সরকারকে পলিসি সুবিধা দিতে হবে। কারণ সরকারের পলিসি সুবিধা ছাড়া কোনো শিল্পই উন্নতি করতে পারে না।’

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘দেশের মধ্যে লিথুয়াম ব্যাটারির ব্যাপক চাহিদা রয়েছে। এটা শুধু অভ্যন্তরীণ নয়, বাহিরের চাহিদাও ব্যাপক। ইতোমধ্যে এখাতে বিনিয়োগ আসছে। এর মাধ্যমে দেশোর চাহিদা মিটিয়ে রফতানি আয় আসবে।’

অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান বলেন, ‘দেশে মোটরবাইকের পলিসি হয়েছে। এখন কার ও ইলেকট্রিক বাইকের বিষয়ে নীতিমালা আসছে। অতএব বলতেই পারি আপনারা এ খাতে বিনিয়োগ করতে পারেন।’ তবে তিন চাকার অটোরিকশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ যানবাহনের দুর্ঘটনা কমানোর বিষয়ে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাফিজুর রহমান খান বলেন, ‘আমরা লিড এসিড ব্যাটারি থেকে লিথিয়াম আয়রন ব্যাটারির দিকে যাচ্ছি। ইতোমধ্যে দুই কোম্পানি কাজ শুরু করেছে। এটা বেসিক পর্যায়। আগামীতে আমরা লিথিয়াম আয়রনের দিকে যাব।’

সেশনটি সঞ্চালনা করেন এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ করিম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফেয়ার গ্রুপের সিএমও মেজবাহ উদ্দিন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইলেকট্রনিক কার ও মোটরবাইক


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর