Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর ৩৫ দফা নির্দেশনা

আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ০৯:২৩

ঢাকা: ১৪ মার্চ ১৯৭১। দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার জাঁতাকলে পিষ্ট বাঙালি জাতি যখন পরাধীনতার শিকল ছিঁড়তে দৃঢ়প্রতিজ্ঞ, ঠিক সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আসে ৩৫ দফা নতুন নির্দেশনা।

এদিন সকালে ধানমণ্ডির বাসভবনে ন্যাপ নেতা আবদুল ওয়ালী খানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংগ্রাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার সংগ্রাম। জনগণের সার্বিক স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে।’

রাতে এক বিবৃতিতে সবাইকে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ৩৫ দফা নির্দেশনা জারি করেন তিনি।

আগের দিন জারি করা ইয়াহিয়া খানের সামরিক ফরমানের প্রতিবাদে ঢাকায় মিছিল করেন প্রতিরক্ষা দফতরের বেসামরিক কর্মচারীরা। ছাত্র সংগ্রাম পরিষদ সম্পদ পাচার রোধের অংশ হিসেবে ঢাকার কয়েকটি স্থানে চেকপোস্ট বসায়।

করাচি নিশতার পার্কে আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘শেখ মুজিবুর রহমানের দাবি অনুযায়ী পার্লামেন্টের বাইরে সংবিধান সম্মত সমঝোতা ছাড়া ক্ষমতা হস্তান্তর করতে হলে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের পৃথকভাবে দুইটি সংখ্যাগরিষ্ঠ দলের কাছে হস্তান্তর করা হোক।’

জাতীয় লীগ নেতা আতাউর রহমান খান অস্থায়ী সরকার গঠনের জন্যে শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানান।

চট্টগ্রাম সংগ্রাম পরিষদ সারা শহরে মিছিল করে। হাজার হাজার মুক্তিকামী মানুষের এই মিছিল জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে সারা চট্টগ্রাম শহর। আর ঢাকার পত্রিকাগুলো একটি যৌথ সম্পাদকীয় প্রকাশ করে, যার শিরোনাম ছিল- ‘আর সময় নেই’

তথ্যসূত্র: বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, মুহাম্মদ হাবিবুর রহমান

সারাবাংলা/এজেড/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর