Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটোসাংবাদিক জালাল উদ্দীন হায়দার আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ১০:২৭

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের দুর্লভ অসংখ্য ঘটনার চিত্রগ্রাহক, ফটোসাংবাদিক জালাল উদ্দীন হায়দার আর নেই।

সোমবার (১৩ মার্চ) রাত ৩টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ফটোসাংবাদিক জালাল উদ্দীন হায়দার অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন।

ছেলে নিজাম উদ্দিন হায়দার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমরা বাবা জালাল উদ্দীন হায়দার আজ (সোমবার) রাত ৩.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফেরাতের জন্য আপনারা দোয়া করবেন।’

প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অসাধারণ ও দুর্লভ সব ছবির চিত্রগ্রাহক।

সারাবাংলা/এসবি/এমও

জালাল উদ্দীন হায়দার ফটোসাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর