Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ২১:৫০

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী বাস রত্না পরিবহন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। এ সময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী যাত্রীবাহী হানিফ পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রত্না পরিবহনের এক যাত্রী নিহত হন। এ সময় দুই বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর