Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রমজানে চাহিদার তুলনায় বেশি পণ্য মজুত আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ২৩:৪৮

ফাইল ছবি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজানের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। সংকটের কোনো সম্ভাবনা নেই। একসঙ্গে বেশি পণ্য কেনার প্রয়োজন নেই। কোনো পণ্যের ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোক্তা সাধারণ নিজ দায়িত্বে একসঙ্গে বেশি বা একমাসের পণ্য না কিনলে বাজারে কোনো চাপ পড়বে না।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীতে রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ১৫ মার্চ বিশ্বভোক্তা অধিকার দিবস- উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃত্রিম উপায়ে কোনো পণ্যের সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে অবৈধ মজুতের চেষ্টা করা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বাজারে নজরদারি ও মনিটিরিং জোরদার করা হয়েছে। এক্ষেত্রে দেশের প্রচার মাধ্যমও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। আমরা সম্মিলিতভাবে কাজ করলে ভোক্তার অধিকার রক্ষা সহজ হবে।’

তিনি বলেন, ‘সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ডলারের উচ্চমূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি। সে কারণে আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। দেশের নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য সরকার দেশের এক কোটি পরিবারের কাছে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে।’

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। সঠিক মূল্যে পণ্য বিক্রির বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ভোক্তাকে পণ্য বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে।’

উল্লেখ্য, ১৫ মার্চ সকালে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উদযাপন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত থাকবেন।

সারাবাংলা/জিএস/পিটিএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর