Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৪ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৪:২১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, গত ১৪ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার আমদিয়া এলাকায় আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা, পুরস্কার বিতরণী ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী ব‌লেন, দেশে উন্নয়নে জোয়ার বইছে। এরই ধারাবাহিকতায় শিক্ষাক্ষেত্রেও লেগেছে প্রযুক্তির বৈপ্লবিক ছোঁয়া। বর্তমান সরকারের আমলে দে‌শের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন, আধুনিক ভবন নির্মাণ, বৃত্তি, উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সব দিক থেকেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি আবু বাসার মোহাম্মদ লোকমান হো‌সেন দেওয়ানের সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, দাউদপুর ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলা‌ম, দাউদপুর ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক আমিন রানা, দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অ্যাডভোকেট সামসু‌দ্দিন আহ‌মেদ, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হো‌সেন প্রমুখ।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর