Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ কোটি টাকা ছিনতাই, পরিকল্পনাকারীসহ ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৭:৩০

ঢাকা: উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাই মামলার মূল পরিকল্পনাকারী আকাশ আহমেদ বাবুলসহ দুইজনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামির নাম মিলন মিয়া।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই রিমান্ডের আদেশ দেন। তবে এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

জানা যায়, ৯ ফেব্রুয়ারি একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

গত ১২ মার্চ এ মামলায় গ্রেফতার আট জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিরা হলেন- চালক আকাশ, ইমন ওরফে মিলন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সনাই মিয়া। মঙ্গলবার হৃদয় নামে এক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/ইআ

টপ নিউজ ডাচ-বাংলা ব্যাংক দুই আসামির রিমান্ড