Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের সংগঠন আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৯:৪৮

ঢাকা: বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নেই। এটা ২০১৩ বা ২০১৪ সাল নয়। এখন ২০২৩ সাল। জনগণের সংগঠন আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই। যেকোনো ষড়যন্ত্র, অপকর্ম, সন্ত্রাস মোকাবিলা করতে প্রস্তুত আছি। আমাদের নেতাকর্মীরা সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

বুধবার (১৫ মার্চ) বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী জাতীয় নির্বাচন যদি ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে হয় তাহলে এখন থেকেই সব সাংগঠনিক প্রস্তুতি গুছিয়ে আনার নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ইলেকশনটা আমাদের মূল টার্গেট। ইলেকশনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

আগামী জাতীয় নির্বাচন ঠেকানোরও একটা চক্রান্ত আছে অভিযোগ করে তিনি বলেন, ‘অনেকেই তাদের কার্যক্রমে জানান দিচ্ছে যে, তারা ইলেকশনে আসবে না এবং ইলেকশন করতেও দেবে না। তারা ২০১৩, ২০১৪ সালের মতো হুমকি দিচ্ছে। কিছু অশুভ আলামত এর মধ্যে আমরা পাচ্ছি। তারা হত্যা-ক্যূ-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য উন্মুখ হয়ে উঠেছে। বিএনপির সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর এমনও বলেছেন, নির্বাচনের সময় খারাপ কিছু ঘটলে আওয়ামী লীগ দায়ী থাকবে।’ তার মানে নির্বাচনের সময় খারাপ কিছু ঘটানোর প্রস্তুতি তারা নিচ্ছে বলে দাবি করে ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জন এবং তার ব্যক্তিগত সততা, পরিশ্রম বাংলাদেশের মানুষকে ভোটারদের এতটাই মুগ্ধ করেছে যে, বিএনপি বা বিরোধী দলের শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে বিজয়ের কোনো সুযোগ নেই। হেরে যাওয়ার ভয়ে তারা আগে থেকেই ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে নানান অপকর্ম করে যাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যে, নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাতে পারে। যেকোনো মূল্যে যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইস্পাতকঠিন ঐক্য আমাদের রাখতে হবে। হিমালয়ের মতো অবিচল থাকতে হবে।’

বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সে আগুনে নিজেরাই পুড়ে যাবেন। স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে সাংবিধানিক ও নির্বাচিত সরকার ব্যবস্থার ধারাবাহিকতা সমুন্নত রাখব।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের ট্রেন, নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। জনণের মুখোমুখি হতে ভয় না পেলে নির্বাচনে অংশ নিন। আপনারা নির্বাচনে এলে আসবেন, না আসলে নাই। আপনাদের জন্য দেশের মানুষের সার্বিক অগ্রগতি থেমে থাকবে না। গণতান্ত্রিক অভিযাত্রা কারও জন্য অপেক্ষা করবে না। সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের মধ্যে ছোটখাট বিষয়েও অনৈক্যের আভাস দেখতে পাচ্ছি। শ্রমিক লীগের একজন বসে আছে এখানে, আরেকজন বসে আছে ওখানে। পাশাপাশি বসতে পার না। আর যদি শুনি এই অফিসকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হচ্ছে তাহলে কমিটি আমরা ভেঙে দেব। যারা ভালো পারবে তাদের দিয়ে কমিটি করব।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর