Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ভিসির অডিও ফাঁস: আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের

ইবি করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ২০:৫৩

ফাইল ছবি

কুষ্টিয়া: সম্প্রতি নিয়োগ সংক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কয়েকটি অডিও ফাঁস হয়েছে। এর মধ্যে একটি অডিওতে উপাচার্যের আলাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। একইসঙ্গে আগামী শনিবারের মধ্যে উপাচার্য ব্যাখা না দিলে রোববার থেকে আন্দোলনে যাবেন বলে জানান।

এ সংক্রান্ত ৩৬ জন শিক্ষকের গণস্বাক্ষর যুক্ত একটি প্রতিবাদলিপি বুধবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়েছেন তারা। এ ছাড়াও উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতি ও শাপলা ফোরামকেও প্রতিবাদ লিপিটি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গণস্বাক্ষরে শিক্ষকরা উল্লেখ করেন, গত ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠসদৃশ একটি অডিও ক্লিপ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কথোপকথনে আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি।

অডিওতে বলা হয়েছে, ‘আমার (বর্তমান উপাচার্য) সময়ের আগে টাকা ছাড়া মেধায় কোনো নিয়োগ হতো না। সবাইকে ১৬-১৮ লাখ টাকা দিতে হতো।’

গণস্বাক্ষরে শিক্ষকরা আরও উল্লেখ করেন, এ ধরনের কথোপকথনের মাধ্যমে আমাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

গণস্বাক্ষরে উল্লেখ করা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে অনেকে অনেক ভালো পেশায় যুক্ত ছিলাম। কিন্তু শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত হতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভিত্তিহীন কথোপকথন শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছি।

বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘উপাচার্যের অডিওতে যে বিষয়গুলো উঠে এসেছে তা শিক্ষকদের জন্য অসম্মানজনক। আমরা গণস্বাক্ষর করে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের কার্যালয় বরাবর পাঠিয়েছি। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরামের কাছেও পাঠিয়েছি। আমরা শনিবারের মধ্যে উপাচার্যের কাছে বিষয়টির ব্যাখা চেয়েছি। না পেলে আন্দোলনে যাব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর