ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
১৫ মার্চ ২০২৩ ২১:২৯
ঢাকা: রজমানে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে নানান উৎসবে বিভিন্ন ছাড়ের ব্যবস্থা থাকে। তারা অল্প লাভ করে। কিন্তু আমাদের দেশটা ভিন্ন। সামনে রমজান মাস। আপনারাও একটু সংযমী হোন। অল্প লাভ করুন।’
ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের বাজারে সবকিছুর দাম একটু বেশি। জানি আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা একটু সাশ্রয়ী হোন। রমজান সামনে রেখে একবারে পণ্য কিনবেন না। কারণ একবারে পণ্য কিনলে বাজারে তার প্রভাব পড়ে। তখন দামও বেড়ে যায়।’
ভোক্তা অধিদফতর বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ভোক্তা অধিদফতর বিভিন্ন বাজারে যাচ্ছে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাজারর নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ক্যাব কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম