‘বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব’
১৬ মার্চ ২০২৩ ১৯:৫৮
চট্টগ্রাম ব্যুরো: একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব। যুগ-যুগান্তরে মানবমুক্তির ইতিহাসে বঙ্গবন্ধুর নাম লেখা থাকবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর লালদিঘী চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম জেলা ও মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শত বেলুন ওড়ানো হয়। এরপর নতুন প্রজন্মের প্রতিনিধির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
সংগঠনের মহানগর সভাপতি সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম জেলা কেন্দ্রের সভাপতি এম এ রশীদ, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, নগরের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
সারাবাংলা/আরডি/পিটিএম