Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ২৩:১৭

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যের নির্বাচনি এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) একাদশ জাতীয় সংসদের ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী ও আব্দুল মমিন মন্ডল অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে জামালপুরের মেলান্দহে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে পরিদর্শন ও তদারকি করে চলতি বছরের জুনে মধ্যে যাবতীয় কাজ শেষ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া মেলান্দহে একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট নির্মাণে প্রকল্পসংলগ্ন পাঁচ একর বর্ধিত জমি ইনস্টিটিউটের বাউন্ডারির আওতায় আনতে পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে গত চার বছরে গৃহীত প্রকল্পের সংখ্যা, প্রকল্পগুলো কবে নাগাদ একনেকে অনুমোদন লাভ করে, প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি এবং স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচনি এলাকায় গৃহীত প্রকল্পের বিষয়ে সর্বশেষ অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ তাদের পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, জাতীয় চার নেতাসহ সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর