শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় চমেক ছাত্রলীগের ৭ নেতাকে বহিষ্কার
১৬ মার্চ ২০২৩ ২৩:৩১
ঢাকা: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রাবাসে চার ছাত্র নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের সাত জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাধারণ ছাত্রদের হলরুমে অবৈধ অনুপ্রবেশ, ছাত্রাবাসে সংঘাত সৃষ্টি এবং আগের মুচলেকার শর্ত ভঙ্গের দায়সহ তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) চমেকের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- ৫৯তম এমবিবিএসের শিক্ষার্থী অভিজিৎ দাশ, একই ব্যাচের মো. রিয়াজুল ইসলাম চৌধুরী, ৬২তম এমবিবিএসের শিক্ষার্থী সাজু দাশ, একই ব্যাচের সৌরভ দেবনাথ, মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল, মো. ইব্রাহিম খলিল সাকিব।
এর মাঝে চমেক ৫৯ ব্যাচের অভিজিৎ দাশকে তিন বছরের জন্য কলেজের যাবতীয় শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। দুই বছরের জন্য বহিষ্কার করা হয় ৫৯ ব্যাচের রিয়াজুল ইসলাম, ৬২ ব্যাচের সাজু দাশ ও একই ব্যাচের সৌরভ দেবনাথকে। ৬২ ব্যাচের শিক্ষার্থী মাহিন আহমেদ, জাকির হোসেন ও ইব্রাহিম খলিলকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়। আর ইব্রাহিম খলিল ছাড়া বাকিদের আগেও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল। কিছুদিন পর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শাস্তি মওকুফ করা হয়েছিল।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি রাতে চমেকের ছাত্রাবাস থেকে তুলে নিয়ে চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এরপর হল থেকে উদ্ধার করে তাদের দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করে চমেক কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসবি/পিটিএম