দৃষ্টি হারাচ্ছে কাচের লেন্স
১৭ মার্চ ২০২৩ ১২:০৯ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৪:৪৮
চশমার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। যা প্রাচীন মিশর থেকে এসেছে এবং ইতিহাসবিদদের দ্বারা আবিষ্কৃত হায়ারোগ্লিফিক্সে অমর হয়ে আছে। মূলত গ্লাস বা প্লাস্টিকের লেন্স দিয়ে তৈরি হয় চশমা। পুরান ঢাকার বেশ কয়েকটি কারখানার কারিগররা হাতেই তৈরি করে চশমার জন্য কাচের লেন্স। পাওয়ারের ওপর নির্ভর করে একেকটি লেন্স ৩০০ টাকা থেকে শুরু হয়ে ৪ হাজার টাকায় বিক্রি হয়। আর একজন কারিগর এই লেন্স তৈরি থেকে প্রতি সপ্তাহে প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ টাকা আয় করে। তবে বর্তমানে কাচের লেন্স নির্মাতারা প্লাস্টিকের লেন্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। বলতে গেলে কাচের লেন্স তৈরির কারখানা এখন বিলুপ্তির পথে। আগে সারাদেশে লেন্স তৈরি করার কারখানা ছিল ৮/১০টি। বর্তমানে আছে ৩/৪টি। সেগুলোর মধ্যেই একটি পুরান ঢাকার পাটুয়াটুলিতে। যেখানে আগে ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করতো। এখন কাজ করে ৫ থেকে ৬ জন। পাটুয়াটুলির ওই কারখানা থেকে চশমার লেন্স তৈরির ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিুবর রহমান।
সারাবাংলা/পিটিএম