Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে গণহত্যার সন্ধান পায়নি জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৩ ১৪:৫৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৪:৫৯

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের একটি দল দেশটিতে তদন্ত করছিল। কিন্তু তারা ইউক্রেনে গণহত্যার কোনো সন্ধান পায়নি। খবর এএফপি’র।

বৃহস্পতিবার (১৬ মার্চ) তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এরিক মোসে বলেন, ‘আমরা ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাইনি। আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

তবে সেখানে সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

ইউক্রেণ গণহত্যা জাতিসংঘ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর