জাতির পিতার জন্মবার্ষিকীতে ইউনাইটেড ইসলামিক পার্টির দোয়া
১৭ মার্চ ২০২৩ ২০:২৩
ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের অনুসারীরাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল বলে মন্তব্য করেন মাওলানা ইসমাইল হোসাইন। তিনি বলেন, ‘আলেম ওলামা কখনও জঙ্গিবাদ সন্ত্রাস করে না। আমেরিকার কোনো ফাঁদে এই বাংলার মানুষকে ফাঁতে ফেলতে পারবে না।’
শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর হজ্জ ক্যাম্প মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম ও বঙ্গবন্ধুর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন এ সব কথা বলেন।
মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের অনুসারীরাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালবাসতেন। তিনি অসহায় ছাত্রদেরকে শীতের সময় নিজের গায়ের চাদর অসহায় ছাত্রদের গায়ে পরিয়ে দিয়েছেন। অনেক ছাত্রদের খোঁজখবর নিতেন। এমনও ইতিহাস আছেন অসহায় ছাত্রদের বাড়িতে নিজের ঘর থেকে চাউলসহ বিভিন্ন সরঞ্জামাদি বাসায় পৌঁছে দিয়েছেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক, যুগ্মসচিব হজ্জ অফিস মো. সাইফুল ইসলাম, পরিচালক ইসলামী ফাউন্ডেশন ঢাকা বিভাগ এ কে এম ফজলুর রহমানসহ অন্য শিক্ষকরা।
সারাবাংলা/জিএস/একে