Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশবিরোধীরা রাজপথে নামলে নতুন প্রজন্ম থুতু ছুঁড়বে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৩ ২১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: স্বাধীনতা বিরোধীরা রাজপথে নামলে নতুন প্রজন্ম তাদের উদ্দেশে ঘৃণার থুতু দেবে বলে আশা করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত শিশু-কিশোর সমাবেশে তিনি এ আশাবাদের কথা জানান। নগরীর সিআরবির শিরিষতলায় এ সমাবেশে সভাপতিত্ব করেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, তিনি বাঙালির সম্পদ এবং সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তির আলোকবর্তিকা। আজকের শিশু-কিশোর আমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের যে লড়াই-সংগ্রাম, সেই পথের সারথী হিসেবে এই শিশু-কিশোররা আগামীতে নেতৃত্ব দেবে।’

‘কিন্তু একটি দল আছে, যাদের জন্ম ক্যান্টনমেন্টে, যারা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় এসেছিল, তারা এই জাতির মঙ্গল চায় না। তারা বাংলাদেশকেই বিশ্বাস করে না। বাংলাদেশের বিরোধিতাকারী, যারা একসময় এদেশের স্বাধীনতার পতাকাকে খামছে ধরেছিল, তারা যদি রাজপথে নামে তাদের কোনো ক্ষমা নেই। নতুন প্রজন্ম তাদের দিকে ঘৃণার থুতু ছুঁড়বে।’

আলোচনার পর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু’র সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ, চট্টলকুড়ি, কবি নজরুল একাডেমী, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, নৃত্যময়ী একাডেমী, তারুণ্যের উচ্ছ্বাস, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, সঞ্চারী নৃত্যকলা

বিজ্ঞাপন

এর আগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে নগর আওয়ামী লীগ।

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর