Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মঙ্গলবার গ্রেফতার হতে পারি, প্রতিবাদ করুন’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ২০:১২ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২২:৩৭

আগামী মঙ্গলবার গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আশঙ্কার কথা জানিয়ে তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৬ সালে পর্ন তারকাকে অর্থ প্রদানের মাধ্যমে যৌন সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে উঠা অভিযোগে তিনি গ্রেফতার হতে পারেন বলে জানান ট্রাম্প। ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস থেকে ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃত করে ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ তথ্য জানান।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেফতার করা হবে। প্রতিবাদ করুন। আমাদের দেশকে ফিরিয়ে আনুন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়ার জন্য আইনজীবীর হাতে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে স্বীকার করেন। দ্য অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে, ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে সেটি প্রকাশ করতে হয়েছে। প্রসিকিউটররা এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর