আগামী মাস থেকে রফতানি আয়ও কমবে: ফারুক হাসান
১৮ মার্চ ২০২৩ ২০:২৯
ঢাকা: আগামী মাস (এপ্রিল) থেকে পোশাক রফতানি আয় আরও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, ‘টাকার অঙ্কে বা মূল্যভিত্তিক রফতানি বাড়লেও পরিমাণের দিক (অর্ডারের) থেকে প্রবৃদ্ধি হয়নি। বরং আগের বছরের তুলনায় পোশাকপণ্য রফতানি আয় কমেছে। আগামী মাস থেকে মূল্যভিত্তিক রফতানি আয়ও কমে যাবে।’
বিজিএমইএ সভাপতি বলেন, ’প্রধানত দু’টি কারণে রফতানি অর্ডার ক্রমাগত কমছে। প্রথমত, বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামালের মূল্য বেড়েছে। এ কারণে আমাদের উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার প্রভাব পোশাকের মূল্যের উপর পড়েছে। দ্বিতীয়ত, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের শিল্পের মূল্য সংযোজিত পণ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে। আমাদের বেশ কিছু কারখানা অপেক্ষাকৃত উচ্চমূল্যে পণ্য রফতানি করছে। ফলে পোশাকের ইউনিট প্রাইস বেড়েছে। সুতরাং আমাদের যে হারে মূল্যভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে সে অনুপাতে পরিমাণ ভিত্তিক প্রবৃদ্ধি হয়নি।’
শনিবার (১৮ মার্চ) বিজিএমইএর সভাকক্ষে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। এ সময় বিজিএমএর ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/আইই