Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুচ্ছে থাকবে না ইবি, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত

ইবি করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৪:২২ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৪:২৬

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা একক পদ্ধতিতে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শিক্ষকরা গুচ্ছের ভোগান্তি ও সমস্যার বিষয়গুলো উপাচার্যের কাছে তুলে ধরেন।

সভা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে একক পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও উপাচার্য অনিবিলম্বে ইবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিং ডেকে পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।’

সারাবাংলা/ইআ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর