মেডিকেল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অটোচালকের যাবজ্জীবন
১৯ মার্চ ২০২৩ ২৩:১৩
চট্টগ্রাম ব্যুরো: সাত বছর আগে বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার দায়ে সিএনজি অটোরিকশার এক চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
রোববার (১৯ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ২০১৬ সালের ২৪ এপ্রিল সন্ধ্যায় ওই ছাত্রী নগরীর জিইসি থেকে বায়োজিদ এলাকায় বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। যানজটের কারণে চালক বায়েজিদ সড়ক এড়িয়ে মুরাদপুর হয়ে যাচ্ছিল। মুরাদপুরের আগে গিয়ে চালক অটোরিকশা বন গবেষণাগারের রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে।
এক পর্যায়ে বন গবেষণাগারের ভেতরে নিয়ে অটোরিকশা থামিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধ্বস্তাধ্বস্তিতে ওই ছাত্রী আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অটোরিকশা চালককে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালককে আটক করে।
এ ঘটনায় আক্রান্ত ছাত্রী পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ১১ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছর ৭ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, আদালত আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পৃথক আরেকটি ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সারাবাংলা/আরডি/পিটিএম