Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিফটের ফাঁকা দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ১২:১০ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৫:৪০

ঢাকা: রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে লিফটের ফাঁকা দিয়ে পড়ে বাবু মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বাবু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী এরশাদ হোসেন জানান, ১০ তলা ভবনের ৭ম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবুর ফুফা এরশাদ হোসেন জানান, বাবুর বাড়ি সোনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। বাবার নাম মনোয়ার ইসলাম। মাত্র তিন-চারদিন আগেই কাজের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর