Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিমেলা উদ্বোধন, প্রায় ৮ হাজার কৃষক পেলেন বীজ ও সার

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট
২০ মার্চ ২০২৩ ১৩:১৫

চুয়াডাঙ্গা: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি মেলার ২০টি স্টল পরিদর্শন করেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৬ হাজার ৫৫০ জন কৃষককে প্রণোদনার ধানবীজ, সার এবং ১ হাজার ৩৪০ জন কৃষককে ১ কেজি করে পাটবীজ বিনামূল্যে বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল।

সারাবাংলা/এমও

কৃষক কৃষিমেলা বীজ ও সার

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর