Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেডিট সুইসে ১ বিলিয়ন ডলার হারাল সৌদি ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩ ১৬:৫৮

সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের হাতবদল এবং শেয়ারে ধস নামায় ব্যাংকটিতে বিনিয়োগকারী বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠান লোকসানে পড়েছে। সৌদি আরবের ন্যাশনাল ব্যাংক বিনিয়োগকারী হিসেবে শীর্ষ ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম। সৌদি ব্যাংকটি ক্রেডিট সুইসে ১ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে।

সোমবার (২০ মার্চ) সৌদি ন্যাশনাল ব্যাংক মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে জানিয়েছে, ক্রেডিট সুইসে বিনিয়োগের ৮০ শতাংশ হারিয়েছে তারা। উল্লেখ্য, ক্রেডিট সুইসে রিয়াদভিত্তিক ব্যাংকটির ৯ দশমিক ৯ শতাংশ শেয়ার রয়েছে, যার আর্থিক মূল্য ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

গত বছরের নভেম্বরে ১৬৭ বছরের পুরনো ক্রেডিট সুইসে এই বিনিয়োগ করেছিল সৌদি ন্যাশনাল ব্যাংক। সেসময় ক্রেডিট সুইসের প্রতি শেয়ার ৩ দশমিক ৮২ সুইস ফ্রাংক মূল্যে কিনেছিল সৌদির বৃহত্তম ব্যাংকটি।

উল্লেখ্য, সম্প্রতি শেয়ারের ক্রমাগত দরপতনের মাধ্যমে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক দেউলিয়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন অবস্থায় সেদেশের সরকার ক্রেডিট সুইসের পতন ঠেকাতে দ্রুত উদ্যোগী হয়ে উঠে। সরকারের মধ্যস্থতায় ছুটির দিন রোববার ব্যাংকটিকে অধিগ্রহণ করে আরেক বৃহৎ সুইস ব্যাংক ইউবিএস। প্রতি ১টি শেয়ারে বিনিময়ে ক্রেডিট সুইসের ২২ দশমিক ৪৮টি শেয়ার কিনে নেয় ইউবিএস। সেই হিসাবে ক্রেডিট সুইসকে মাত্র ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে ইউবিএস। এতে দেউলিয়া হওয়ার ঝুঁকি এড়ায় ক্রেডিট সুইস।

এই হাতবদলের কারণে সৌদি ন্যাশনাল ব্যাংক যে শেয়ার ৩ দশমিক ৮২ সুইস ফ্রাংক মূল্যে কিনেছিল সেই একই শেয়ারের দাম নেমে দাঁড়িয়েছে মাত্র দশমিক ৭৬ সুইস ফ্রাংক।

বিজ্ঞাপন

এদিকে ক্রেডিট সুইস কিনে নেওয়া ব্যাংক ইউবিএস’রও শেয়ার কমেছে সোমবার। এদিন সকালে পুঁজিবাজার খোলার সঙ্গে সঙ্গেই ইউবিএস দর হারিয়েছে ১০ শতাংশের বেশি। গোটা ইউরোপের ব্যাংকিং খাতের শেয়ারদর কমেছে ৪ শতাংশের বেশি। ক্রেডিট সুইস দর হারিয়েছে ৬৩ শতাংশ।

তবে বিশাল এই ক্ষতি সত্ত্বেও সৌদি ন্যাশনাল ব্যাংক বলেছে, তাদের বিস্তৃত কৌশল অপরিবর্তিত রয়েছে। ১ বিলিয়ন ডলার লোকসান হলেও সৌদি ব্যাংকটির মোট বিনিয়োগ পোর্টফোলিওর আকারের তুলনায় এই অংক সামান্যই। এমন লোকসানের খবরেও সোমবার সকালে সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ার বেড়েছে দশমিক ৫৮ শতাংশ।

সৌদি ন্যাশনাল ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ক্রেডিট সুইসে তাদের বিনিয়োগ মোট সম্পদের তুলনায় মাত্র দশমিক ৫ শতাংশ। এই লোকসানে তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, সৌদি আরবের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সৌদি ন্যাশনাল ব্যাংক। এটি এসএনবি আলআহলি নামেও পরিচিত। ২০২১ সালের এপ্রিলে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক সৌদি ন্যাশনাল ব্যাংকের নামে সাম্বা ফাইন্যান্সিয়াল গ্রুপের সঙ্গে একীভূত হয়।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

সৌদি ন্যাশনাল ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর