Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলের ক্লাসে শিক্ষার্থী, মাঠে মাইক বাজিয়ে আ.লীগের সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ১৭:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ। বাইরে মাঠে মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন চলছে, মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিয়েছেন সেখানে। আর বিদ্যালয়ের ভেতরে শ্রেণিকক্ষে চলছে পাঠদান।

তবে রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাননি।

বিজ্ঞাপন

নগরীর ৩২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়েছে এমইএস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এ জন্য সোমবার (২০ মার্চ) সকাল ৯টার পর থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢোলবাদ্য নিয়ে মিছিল নিয়ে ওই মাঠে জড়ো হতে থাকেন। আগের রাতে মাঠে তৈরি করা হয় মঞ্চ। প্যান্ডেল টানিয়ে প্রায় ৫০০ লোক বসার ব্যবস্থা করা হয় সেখানে। বিদ্যালয়ের ভবনে এবং আশপাশে লাগানো হয় পদপ্রার্থীদের ব্যানার।

সকাল থেকেই মাঠের বিভিন্ন প্রান্তে লাগানো মাইকে বাজছিল গান। মঞ্চে সাউন্ডবক্স থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল। এছাড়া নির্ধারিত ব্যান্ডদল মাঠে বসে মাঝে মাঝে দেশাত্মবোধক বিভিন্ন গানের সুর তুলছিলেন। একপর্যায়ে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এর মধ্যেই সকাল ৮টা থেকে শুরু হয় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান। কিন্ডারগার্টেনের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে উপস্থিতি দেখা গেছে হাতেগোণা কয়েকজন মাত্র শিক্ষার্থী উপস্থিত আছে। কোমলমতি শিশুদের কেউ কেউ দৌড়ে বেরিয়ে মঞ্চের আশপাশে চলে যাচ্ছিল। কেউ কেউ শুরু থেকেই শ্রেণিকক্ষের বাইরে মঞ্চের কাছে ঘোরাঘুরি করছিল। পাঠদানে মনযোগ ছিল না তাদের। অন্যদিকে শ্রেণিকক্ষের বাইরে অভিভাবকরা ছুটির অপেক্ষায় বসে ছিলেন।

বিজ্ঞাপন

সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী সারাবাংলাকে বলেন, ‘আমার ছেলে কেজি ওয়ানে পড়ে। প্রতিদিন ক্লাসে দিয়ে চলে যাই। আজ এখানে সমাবেশ আছে। যদি কোনো সমস্যা হয়, সেজন্য বসে আছি। স্কুল ছুটি হলে একেবারে নিয়ে বাসায় যাব।’

বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠদান চলছিল। সেখানে উপস্থিতি কিছুটা বেশি হলেও প্রতিদিনের তুলনায় কম বলে শিক্ষকদের কয়েকজন জানিয়েছেন। বাদ্য বাজিয়ে মিছিল এলে কিংবা স্লোগান শুনলেই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন।

ষষ্ঠ শ্রেণির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আবু ছৈয়দ সারাবাংলাকে বলেন, ‘মাঠে অনুষ্ঠান হলেও আমাদের বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ নেই। আমরা ক্লাস নিচ্ছি।’

নবম শ্রেণির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পারভীন সুলতানা সারাবাংলাকে বলেন, ‘এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। ছুটি শেষে ছাত্র-ছাত্রীরা স্বাভাবিকভাবেই বের হয়ে চলে গেছে।’

সম্মেলনের কার্যক্রমের কারণে পাঠদানে সমস্যা হয়েছে কি না, জানতে চাইলে অষ্টম শ্রেণির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রুমা বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘প্রধান শিক্ষক এ বিষয়ে কথা বলবেন। তিনি আমাদের কিছু বলতে বারণ করেছেন।’

প্রধান শিক্ষক জুলফিকার আলী হায়দার চৌধুরী নিজের কার্যালয়ে বসেছিলেন। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমাকে মাফ করে দেন।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি সকাল সোয়া ১১টার দিকে সেখানে পৌঁছান। সাড়ে ১১টার দিকে প্রধান আলোচক নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন চৌধুরী সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় ব্যান্ড বাজিয়ে এবং মুর্হুমুহু স্লোগান দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এমইএস উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে আনুমানিক ২০ গজ দূরে নাছিরের বাসভবন।

সম্মেলন মঞ্চে ব্যানারে উদ্বোধক হিসেবে নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের নাম থাকলেও তিনি যাননি।

আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশীষ ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ‘মাহতাব ভাই, নাছির ভাই এসেছেন। দোভাষ ভাই আসেননি। সম্মেলন স্কুলের মাঠে হলেও ক্লাস চলতে কোনো সমস্যা হয়নি।’

আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক জহরলাল হাজারীকে সম্মেলনে দেখা যায়নি। তিনি সারাবাংলাকে বলেন, ‘একতরফা সম্মেলন হচ্ছে। এর সঙ্গে আমরা নেই। স্কুলে ক্লাস হচ্ছে। আওয়ামী লীগ একটি দায়িত্বশীল দল। স্কুলে ক্লাস চলাকালে আমরা সেখানে কোনো সমাবেশ করতে পারি না, এটা উচিৎ হয়নি।’

সারাবাংলা/আরডি/ইআ

আ.লীগের সম্মেলন স্কুল মাঠ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর