Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

তথ্যপ্রযক্তি ডেস্ক
২০ মার্চ ২০২৩ ২২:১৮

দ্বিতীয় দফায় আরও ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। এ নিয়ে দুই মাসে ২৭ হাজার কর্মী ছাঁটাই করল কোম্পানিটি।

সম্ভাব্য মন্দার আশঙ্কায় প্রযুক্তি খাতের বৃহৎ এই কোম্পানিটি এমন পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোও ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে।

সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট, সেলসফোর্স, অ্যালফাবেট, মেটার মতো অসংখ্য ছোট বড় প্রযুক্তি কোম্পানি। এসব কোম্পানি বেশিরভাগই করোনাভাইরাস মহামারির সময় ব্যাপক মুনাফা করেছিল। ফলে সে সময় কর্মীর সংখ্যাও বাড়িয়েছিল। কিন্তু মহামারি পরবর্তী বৈশ্বিক অর্থনীতির ধীরগতি ও অনিশ্চয়তায় কোম্পানিগুলোর মুনাফা হ্রাস পেয়েছে। সম্ভাব্য মন্দার কারণে প্রতিষ্ঠানগুলো ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে।

সোমবার (২০ মার্চ) অনলাইনে পোস্ট করা কর্মীদের একটি নোটে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি বলেন, অগ্রাধিকারের চলমান বিশ্লেষণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাসি বলেছেন, কোম্পানিতে গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু অনিশ্চিত অর্থনীতি কর্মী সংখ্যা কমাতে তাদের বাধ্য করেছে।

তিনি বলেন, আমরা যে অনিশ্চিত অর্থনীতিতে বাস করছি এবং অদূর ভবিষ্যতে যে অনিশ্চয়তা রয়েছে তার প্রেক্ষিতে খরচ এবং কর্মীসংখ্যা আরও সুবিন্যস্ত করার পথ বেছে নিয়েছি।

এর আগে গত ৫ জানুয়ারি ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল অ্যামাজন। সেসময় কোম্পানির ই-কমার্স এবং ডিভাইস ব্যবসার পাশাপাশি মানবসম্পদ বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছিল। এবার অ্যামাজন ওয়েব পরিষেবা, বিজ্ঞাপন এবং টুইচ স্ট্রিমিং ইউনিট থেকে কর্মী ছাঁটাই করা হবে।

বিজ্ঞাপন

গত মাসে অ্যামাজন জানিয়েছিল, চলমান ত্রৈমাসিক প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা হ্রাস পেতে পারে। গ্রাহকদের আর্থিক অবস্থা এবং ক্লাউড গ্রাহকদের ব্যয় হ্রাস করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে অ্যামাজন।

সারাবাংলা/আইই

অ্যামাজন প্রাইম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর