Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ১২:৫৮ | আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৬:২১

ঢাকা: বুধবার (২২ মার্চ) রাজধানী মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগসহ বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য এ সকল অঞ্চলে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সারাবাংলা/জেআর/ইআ

গ্যাস টপ নিউজ তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর