‘আজকের ক্ষুদে ফুটবলাররাই একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে’
২১ মার্চ ২০২৩ ২০:৫৪
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের ক্ষুদে ফুটবলাররাই হয়তো একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। ওয়ার্ল্ড কাপের খেলোয়াড় এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে। আমরাও একদিন ফুটবলে জয়লাভ করব।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে ফাইনাল খেলার অর্ধেক সময় উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীনতা অর্জন করেছি বলেই খেলাধুলা, সংস্কৃতি চর্চা, লেখাপড়া সবদিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি নিজেও কিন্তু ফুটবল পরিবারের একজন। আমার দাদা ফুটবল খেলতেন। আমার বাবা ফুটবলে খেলতেন। আমার ভাই শেখ কামাল, শেখ জামাল তারাও ফুটবল প্লেয়ার ছিল। আর আজকের বাংলাদেশে যে আধুনিক ফুটবল এটা কামালেরই অবদান। শেখ কামালের হাতেই আবাহনী ক্রীড়া চক্র গড়ে উঠেছে।’
এ সময় তিনি পরিবারের অন্যান্য সদস্যদেরও খেলাধুলার সঙ্গে সম্পৃক্তার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এই ফুটবল। আমরা যখন ২০০৯ সালে সরকারে আসি তখন থেকেই উদ্যোগ নিই একেবারে তৃণমূল থেকে। সে কারণেই আমরা প্রাইমারি স্কুলে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করি। এই আন্তঃস্কুল খেলায় এত বেশি ছেলেমেয়েরা যোগ দিচ্ছে যে, তা বোধ হয় পৃথিবীর আর কোথাও দেখা যায় না।’
সেজন্য খেলায় অংশগ্রহণকারী, প্রশিক্ষক, উৎসাহদাতা থেকে অভিভাবক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘এই খেলার মধ্য থেকেই আমাদের দেশে আগামী দিনে আরও ভালো প্লেয়ার তৈরি হবে। আন্তর্জাতিক পর্যায়ে যেয়ে তারা খেলাধুলা করে বাংলাদেশের মুখ উজ্জল করবে।’
টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের প্রতি আশাবাদ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এরাই তো ধীরে ধীরে বড় হচ্ছে এবং তারা খেলাধুলায় পারদর্শী হচ্ছে। দক্ষিণ এশিয়ায় আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট সুনাম অর্জন করছে বাংলাদেশের জন্য।’
শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলায় শরীর চর্চা হয়। মানসিক শক্তি এনে দেয়। প্রত্যেকের মনকে আরও উদার করে। সেই সাথে ছোট্ট সোনামনিদের খেলাধুলার সঙ্গে পড়াশোনাও করতে হবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে উপযুক্ত করতে হবে নিজেকে। আমরা জিটাল বাংলাদেশ গড়ে দিয়েছি। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়ব। স্মার্ট বাংলাদেশের মূল শক্তিই তো আজকের এই ছোট্ট সোনামনি শিশুরা।’
‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র ফাইনালে টাঙ্গাইল জেলার ঘাটাইলের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয় এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র ফাইনালে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাবিলা রানার্স আপ হয় চ্যাম্পিয়ন হয় নীলফামারী সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/পিটিএম