Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩ ০১:২৩

সৌদি আরবে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ, সৌদি আরবে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমদের মঙ্গলবার সন্ধ্যায় আকাশে রমজান মাসের চাঁদের সন্ধানের আহ্বান জানায়। এর পাশাপাশি সৌদি আরবের বিচার বিষয়ক মন্ত্রণালয় চাঁদ দেখার জন্য অত্যাধুনিক ইলেকট্রোনিক সিস্টেম ব্যবহার করে। তবে এদিন আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস।

বিজ্ঞাপন

সৌদি আরবের পাশাপাশি কাতার, বাহরাইন, তিউনিসিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

মুসলিমরা ৩৫৪ বা ৩৫৫ দিনের বাৎসরিক ক্যালেন্ডার অনুসরণ করে থাকেন। এটি হিজরি ক্যালেন্ডার নামে পরিচিত। হিজরি ক্যালেন্ডারের ১২ মাসের নবম মাসটি রমজান। শাবান মাসের শেষ দিনে আকাশে অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার মাধ্যমে রমজান মাস শুরু হয়। রমজানের পুরো মাসজুড়ে বিশ্বের প্রায় ১৯০ কোটি মুসলমান রোজা পালন করে থাকেন।

এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোতে বুধবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। এদিন চাঁদ দেখা গেলে এসব দেশেও বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে সিয়াম সাধনা শুরু করবেন এসব দেশের মুসলিমরা।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর