বান্দরবানে পুড়ে ছাই অর্ধশত দোকান
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৩ ১১:০৯ | আপডেট: ২২ মার্চ ২০২৩ ১১:৩৫
২২ মার্চ ২০২৩ ১১:০৯ | আপডেট: ২২ মার্চ ২০২৩ ১১:৩৫
বান্দরবান: বান্দরবানের থানচিতে এক বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকান। বুধবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বলিপাড়া ইউনিয়নে বলিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বলিপাড়া বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৫০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, বিজিবিসহ স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়স্ত্রণে আনে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
সারাবাংলা/ইআ