Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ অশান্তিতে ভাসছে: দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৩ ১৮:৪৪

ঢাকা: দেশ অশান্তিতে ভাসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু।

বুধবার (২১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করে ছাত্রদলের সাবেক নেতারা।

শাসুজ্জামান দুদু বলেন, ‘আজকে বাজারে যাবেন, সেখানে শান্তি নাই। সন্তানকে স্কুলে ভর্তি করাবেন সেখানেও আপনাকে চাঁদা দিতে হবে। রাস্তায় যাবেন বাসে উঠতে পারবেন না। ঘরে গেলে সহধর্মিণীর মুখোমুখী হতে পারবেন না। কারণ, তাদের মুখে হাসি ফোটাতে পারছেন না। সবকিছুর দাম ভয়াবহ।’

‘এগুলো থেকে মুক্ত হতে হলে বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে’- বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘দেশে ভয়াবহ দলীয়করণ হয়েছে। পুলিশ দলীয়করণ হয়েছে। প্রশাসন দলীয়করণ হয়েছে। প্রত্যেকটি পেশাজীবি সংগঠন দখল হয়ে গেছে। সুপ্রিমকোর্ট দখল হয়ে গেল, জজকোর্ট আগেই দখল হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সুযোগ আর নেই। ১৯৭১ সালে নির্বাচনে ক্ষমতা পরিবর্তন হয় নাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।’

‘অনেকেই আমাকে প্রশ্ন করে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে?হাইকোর্টের নির্বাচন দেখলেন না?এটা ভদ্রলোকদের জায়গা না?। সুপ্রিমকোর্টে যা ঘটলো বৃটিশ আমল, পাকিস্তান আমল- কোনো কালেই এমন ভয়াবহ ঘটনা ঘটে নাই। নির্বাচন এখন দেশের মসজিদ কমিটিতেও হয় না। আগেই সব পদ দখল হয়ে যায়’- বলেন দুদু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমানের নামে একটা ক্রেজ তৈরি হয়েছে সারা বাংলাদেশে। দেশে স্বাভাবিক অবস্থা থাকলে তিনি দেশের যে কোনো স্থান থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। অথচ তার কথা গণমাধ্যম প্রকাশ করতে পারে না, শুধু নাম লিখতে পারে। কারণ, কোর্টের নিষেধাজ্ঞা আছে।’

দুদু বলেন, ‘সরকারের দখলবাজি থেকে দেশকে মুক্ত করতে আমরা ১০ দফা দিয়েছি। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর