Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমা দাবির টাকা দিতে না পারলেও এমডি’র বেতন ৬ লাখ!

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৩ ২৩:০০

ঢাকা: আর্থিক সংকটের অজুহাতে কয়েক বছর ধরে হাজার হাজার গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ করছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু সেই প্রতিষ্ঠানটিতেই উচ্চ বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২০ মার্চ মো. আপেল মাহমুদকে মাসিক ছয় লাখ টাকা বেতনে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেয়। এদিকে, আইডিআরএ‘র কাছে শত শত গ্রাহক বিমা দাবির টাকা না পেয়ে ফারইস্টের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছেন। এ নিয়ে গ্রাহকদের পাশাপাশি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২০ মার্চ আইডিআরএ‘র পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল মজিদের সই করা অনুমোদনপত্রে আপেল মাহমুদকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের অনুমোদনপত্রে বলা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. আপেল মাহমুদকে গত ৪ জানুয়ারি ২০২৩ হতে ৩ জানুয়ারি ২০২৬ সাল পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, আপেল মাহমুদ চুক্তিপত্রের বিভাজন অনুযায়ী মাসিক সর্বমোট ৬ লাখ টাকা বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। বেতন-ভাতা সংক্রান্ত সবধরনের লেনদেন অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে সম্পাদন করতে হবে।

এ ব্যাপারে আইডিআরএ‘র পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের এমডি’র বেতন কত হবে তা নির্ধারণ করে কোম্পানির পরিচালনা পর্ষদ। তারা বেতন নির্ধারণ করে অনুমোদনের জন্য আইডিআরএ‘র কাছে পাঠায়। আইডিআরএ সার্বিক অবস্থা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়। সাধারণত কোম্পানির পরিচালনা পর্ষদের প্রস্তাবে সামান্য ১৯/২০ করে অনুমোদন চূড়ান্ত করে।’

টাকার অভাবে কোম্পানির গ্রাহকরা বিমা দাবির টাকা পাচ্ছেন না। অথচ কোম্পানির এমডির বেতন ছয় লাখ টাকা। এটা কতটা যৌক্তিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফারইস্ট ইসলামী লাইফের বিরদ্ধে অনেক গ্রাহক আমাদের কাছে অভিযোগ করেছেন, এটা সত্য। অধিকাংশ গ্রাহকের অভিযোগ বিমার মেয়াদ শেষেও তারা দাবির টাকা পাচ্ছেন না। আমরা অভিযোগগুলো খতিয়ে দেখছি।’

অন্যদিকে, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান শেখ কবির হোসেন সারাবাংলাকে বলেন, ‘ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে নানান সমস্যায় রয়েছে, কথাটি সত্য। এই সমস্যা থেকে কোম্পানিকে উত্তরণের জন্য আমরা একজন দক্ষ ও অভিজ্ঞ এমডি নিয়োগ দিয়েছি। সে কারণে এমডির বেতন একটু বেশি ধরা হয়েছে।’

তিনি বলেন, ‘হয়তো আরও অনেক কম বেতনে আমরা এমডি পেতাম। কিন্তু ওই এমডি দিয়ে কোম্পানিকে কতটুকু উপকার হতো, গ্রাহকের কতটুকু কাজে লাগতো- সেটা আমার জানা নেই। ভালো এমডি নিতে হলে বেশি টাকা দিয়েই নিতে হবে।’

এদিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আপেল মাহমুদের নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি বিমা আইন ২০১০, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০, বিমা বিধি-বিধান ও সংশ্লিষ্ট অন্যান্য আইন পরিপালনপূর্বক কোম্পানি পরিচালনার দায়িত্ব পালন করবেন। চুক্তি অনুযায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োজিত থাকাকালীন অন্য কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা সংস্থায় কোনোভাবেই কর্মরত থাকতে পারবেন না।

এতে আরও বলা হয়েছে, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সার্বক্ষণিক ব্যবহারের জন্য একাধিক গাড়ি ব্যবহার করতে পারবেন না। তিনি গাড়ির জ্বালানি বাবদ সর্বোচ্চ ২০০ লিটারের বেশি জ্বালানি তেল ব্যবহার করতে পারবেন না। এছাড়া তিনি মোবাইল ফোনের বিল বাবদ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা খরচ করতে পারবেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

পরিশোধ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিমা দাবি বেতন ব্যবস্থাপনা পরিচালক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর