Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি


৬ মে ২০১৮ ১৬:৪৭ | আপডেট: ৬ মে ২০১৮ ১৬:৪৮

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বিভাগের সামনে মকুল মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এ দাবি জানান।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক এ.এফ.এম. মাসউদ আখতার, সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ‘আশা করছি ন্যায় বিচার পাবো। রেজাউল স্যারের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। তবে সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।’

এসময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ এপ্রিল হত্যার দুই বছর পূর্তিতে সুষ্ঠু বিচারের দাবিতে র‌্যালি ও সমাবেশ করেন তারা।

২০১৬ সালের ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করেন নগরীর গোয়েন্দা শাখার পরিদর্শক রেজাউস সাদিক। তদন্ত শেষে ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন জমা দেন।

২০১৮ সালের ১১ এপ্রিল মামলায় উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। আগামী ৮ মে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ মামলার রায় ঘোষণা দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর