Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ১০ পিস সোনার বারসহ দুই পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১৪:৩০

বেনাপোল: ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে ১০ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল ১০ পিস সোনার বার উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি।

আটকরা হলো- নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

তিনি জানান, ভারতে সোনার বার পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক অগ্রভুলাট ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা সীমান্তে গোপন অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহল দল ২ জনকে তল্লাশি করে মোজার মধ্য কৌশলে লুকিয়ে রাখা ১০ পিস সোনার বার পাওয়া যায়।

এসময় এক কেজি ১৬৭ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা সোনার মূল্য প্রায় কোটি টাকা বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

টপ নিউজ পাচারকারী আটক সোনার বার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর