চোখ-কান খোলা রেখে গণসংযোগ শুরুর নির্দেশ রওশনের
২৩ মার্চ ২০২৩ ১৬:২৪
ঢাকা: নেতাকর্মীদের চোখ কান খোলা রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যথাসময়ই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা মোতাবেক নির্বাচন হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।’ এসময় নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী আসনে গণসংযোগ করার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গুলশানের দলীয় কার্যালয়ে কূটনৈতিক, রাজনীতিবিদসহ মিডিয়া ব্যক্তিত্বদের সৌজন্য ইফতার পার্টি করার প্রস্তুতি সভায় বেগম রওশন এরশাদ ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন এস এম এম আলম। আলোচনা সভায় অংশ নেন- এম এ গোফরান, কাজী মামুনুর রশিদ, ইকবাল হোসেন রাজু, এরশাদের ছেলে সাদ এরশাদসহ অনেকে।
দলের কাউন্সিল সর্ম্পকে বেগম রওশন এরশাদ বলেছেন, ‘আমরা চাই ঐক্যবদ্ধ থাকতে। এক্ষেত্রে জটিলতার সৃষ্টি হলে পার্টিকে সংস্কার করতে দ্রুত পার্টির কাউন্সিল শেষ করতে হবে।’ সেজন্য ৫২টি জেলা ছাড়া অন্য বাকি জেলাগুলোর নেতৃত্ব এখনই ঠিক করার নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠক সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানের মাঝামাঝি সময় ঢাকার বিদেশি কূটনৈতিক, রাজনীতিবীদ ও মিডিয়া ব্যক্তিত্বদের সৌজন্যে ইফতার পার্টি করবে। পার্টিতে জামায়াতে ইসলামী বাদে আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলকে দাওয়াত দেওয়া হবে। রওশন গ্রুপের শীর্ষ নেতা গোলাম মসীহ বিদেশ থেকে দেশে ফেরার পর এই ইফতার পার্টির দিন তারিখ ঠিক করা হবে। গোলাম মসীহ বর্তমানে সৌদি আরব অবস্থান করছে বলে জানা গেছে।
এদিকে, আগামী ১০/১২ রোজায় বেগম রওশন এরশাদ স্বাস্থ্য চেক আপ করতে থাইল্যান্ড যাবেন। এর আগে পার্টির ইফতার শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বেগম রওশন এরশাদ নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রার্থীর তালিকা তৈরি করা আছে। এখন দেখতে হবে এখানে কোথায় গ্যাপ আছে।’ সেই গ্যাপ পূরণ করার নির্দেশও দিয়েছেন তিনি।
জাতীয় পার্টির (রওশনপন্থী) নেতা কাজী মামুনুর রশিদ সভায় জিএম কাদেরের উদ্দেশে বলেছেন, ‘আগামী দিনে জাতীয় পার্টির নেতৃত্ব এরশাদের সন্তানরাই দেবে। সে পথ সৃষ্টি হয়েছে।’
এসময় জিএম কাদেরের উদ্দেশে সভার সভাপতি এস এম এম আলম বলেন, ‘আপনি যদি এরশাদ সাহেবের ভাই হয়ে থাকেন তা হলে বেগম রওশন এরশাদ ও এরশাদের ছেলেদের পাশে রাখেন। তাদের নির্দেশনায় দল পরিচালনা করেন। না হলে আগামী কাউন্সিলে আপনি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’
সভা সংশ্লিষ্টরা জানান, আগামী ২৭ মার্চ জাপার দলীয় ইফতার পার্টি ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে।
সারাবাংলা/এএইচএইচ/এমও