Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬৮ কোটি টাকার ডিএপি ও ইউরিয়া সার কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১৮:১৫

ঢাকা : ৩৬৭ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং ৩০ হাজর মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ডিএপি ও ইউরিয়া এই দুই প্রকার সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঈদ মাহবুব খান বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে প্রথম লটে ৪০ হাজার মেট্রিকটন ডিএপি সার ২৬২ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।’

এদিকে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভায় এদিন অনুমোদিত ৭টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ২৯৬ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭৬০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি (সরকারি তহবিল) থেকে ব্যয় হবে ৭১১ কোটি ২০ লাখ ৩৮ হাজার ২৫৮ টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক ঋণ ৫৮৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৫০২ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

ইউরিয়া সার ডিএপি

বিজ্ঞাপন

আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৩৪
২৫ নভেম্বর ২০২৪ ১৯:৫২

কেন বিয়ে হচ্ছে না উর্বশীর?
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর