Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারিন্দায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৩ ১৮:১২

ঢাকা: রাজধানীর নারিন্দার একটি বাসায় মালেকা জুবায়দা রহমান সুমি (৩০) নামে এক স্কুল শিক্ষকের অস্বাভাাবিক মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী আব্দুল কাইয়ুম।

শুক্রবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে গেন্ডারিয়ার নারিন্দা কোম্পানীগঞ্জের একটি বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে স্বামী আব্দুল কাইয়ুম জানান, স্বামীবাগে একটি কিন্ডারগার্টেনের প্রায় ১৬ বছর ধরে সহকারী শিক্ষক হিসেবে ছিলেন সুমি। আর কাইয়ুম গাড়ির এসি মেরামতের কাজ করেন এবং পাশাপাশি এসির ব্যবসাও রয়েছে তার।

হাসপাতালে তার স্বামী আ. কাইয়ুম জানান, কোম্পানীগঞ্জে তাদের ৩ তলা বাড়ির নিচ তলায় থাকেন তারা। সুমি তার ২য় স্ত্রী। ১ম স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর ৬ মাস আগে বিয়ে করেন সুমিকে। স্বামীবাগে একটি কিন্ডারগার্টেনের প্রায় ১৬ বছর ধরে সহকারী শিক্ষিকা হিসেবে ছিলেন সুমি। আর তিনি নিজে গাড়ির এসি মেরামতের কাজ করেন এবং পাশাপাশি এসির ব্যবসাও রয়েছে।

তিনি বলেন, ‘কয়েক বছর আগে কইয়ুম তার ১ম স্ত্রীর খালার কাছ থেকে ৬ লাখ টাকা ঋণ হিসেবে এনেছিলেন। নিয়মিত সেই টাকার সুদ পরিশোধ করতেন। আজ বেলা ১১টার দিকে তার ১ম স্ত্রীর বড় ভাইয়ের বউ ও বড় বোন তাদের বাসায় এসে সেই টাকার জন্য গণ্ডগোল করে এবং কাইয়ুমকে বকাঝকা করে। এসব দেখে কিছুক্ষণ পর সুমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। তখন কাইয়ুম তাকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পায় না। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সুমি। তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে স্বামী। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তার স্বামী দাবি করেন তার স্ত্রী গলায় ফাঁসি দিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

অস্বাভাবিক মৃত্যু গৃহবধূ নারিন্দা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর