ডিসির গাড়িতে ধাক্কা, চালকের কপালে জুটল ৬ মাসের জেল
২৪ মার্চ ২০২৩ ২২:৪৯
ঝালকাঠি: ঝালকাঠি জেলা প্রশাসকের গাড়িকে ধাক্কা দেওয়ায় এক ট্রাক চালককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) অংছিং মারমা এই আদেশ দেন।
দণ্ডিত পারভেজ মোল্লা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। ঝালকাঠি শহরের একটি প্রতিষ্ঠানের মালামাল পরিবহনের কাজ করেন তিনি।
অংছিং মারমা জানান, শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের সরকারি গাড়িকে সজোরে ধাক্কা দেয় মালবাহী ট্রাকটি। এ সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ওই গাড়িতে ছিলেন। তিনি তার বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষী চালককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর মিনি পার্কে সংলগ্ন খেয়াঘাটটি এলাকাটি বেশিরভাগ সময়ে লোকজন, গাড়ী-অটোরিকশা ও মটোরসাইকেলের ভিড় থাকে। প্লাস্টিকের পাইপবোঝাই মিনি ট্রাকটি মোড় গোড়ার সময় পথে থামানো জেলা প্রশাসকের গাড়িটিকে ধাক্কা দেয়।
এ বিষয়ে চালক পারভেজ মোল্লা বলেন, ‘৩০ হাজার টাকা জরিমানার পর আমাকে ৬ মাসের জেল দেওয়া হলো। এই রোজায় আমার পরিবার অর্ধাহার-অনাহারে দিন কাটাবে।’
সারাবাংলা/একে