Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৩ ১৪:১৪

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘২৫ মার্চ বাঙালিদের ওপর পাকিস্তানিদের চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা দাবি করে যাবো। এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।’

শনিবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মিয়ানমারে গণহত্যা হয়েছে। ইউএস এর স্বীকৃতি দিলো, আমরাও দেবো। ধন্যবাদ জানাই যে, এর স্বীকৃতি মিলেছে, কিন্তু বাংলাদেশের স্বীকৃতি দেয় না। সবাই বোঝেন, তাদের (যুক্তরাষ্ট্রের) প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিলো এর কারণ। সেই সময় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না আমেরিকা ও ইংল্যান্ড সরকার। কিন্তু সেসব দেশের জনগণসহ বিশ্বের জনগণ আমাদের পক্ষে ছিল। তাই আমরা মাত্র ৯ মাসে এই যুদ্ধে জললাভ করেছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে গণহত্যা নিয়ে যারা কাজ করে তাদের ডেকে একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। যে কি ধরনের গণহত্যা এখানে হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে অনেক রাষ্ট্রই সমর্থন দিয়েছিল। সে রাষ্ট্রগুলো পৃথিবীব্রাপী গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য খুব শক্ত ও জোরালোভাবে অনেক রাষ্ট্রকে তাগাদা দিয়ে থাকে। সে রাষ্ট্রগুলো বর্তমান সময়েও আমরা চাইলেও বা না চাইলেও বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে কথা বলে। কিন্তু আমরা আজ তাকিয়ে থাকবো এই গণহত্যা দিবসে এই বিষয় নিয়ে তারা কি বলছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পদক্ষেপ নিয়েছেন। আগামী প্রজন্ম গণহত্যা সম্পর্কে সচেতন হবে। সরকার কাজ করে যাচ্ছে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী শাহজাহান খান।

সারাবাংলা/জেজে/এমও

আন্তর্জাতিক স্বীকৃতি গণহত্যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর