Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাবৃত্তি দিতে আবেদনপত্র আহ্বান করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা


৬ মে ২০১৮ ১৭:০৭

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়ুয়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

রোববার (৬ মে) সমিতি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. ওয়াহিদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কাছে আবেদনপত্র আহ্বান করা হয়।

এতে বলা হয়, আগ্রহী প্রার্থী যাদের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫, বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৪.৫০ ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৪ রয়েছে তারা আবেদন করতে পারবে।

চট্টগ্রামের কাপাশগোলা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চকবাজার শাখা থেকে বা সমিতির কার্যালয় থেকে এক শ’ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েব সাইট থেকে (www.ctgsamitydhaka.org) ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৭ জুনের মধ্যে সমিতির প্রধান কার্যালয়ে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

চট্টগ্রাম সমিতি-ঢাকা শিক্ষাবৃত্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর