ঘোষণার সঙ্গে সঙ্গেই ইসিতে নোমান, নিলেন মনোনয়নপত্র
২৫ মার্চ ২০২৩ ১৭:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দলীয় মনোনোয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন অফিসে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নোমান আল মাহমুদ। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসে গিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘দুপুরের দিকে নোমান সাহেব এসে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের মনোনোয়নপত্র নিয়েছেন। এরপর কিছুক্ষণ বসে তারা চলে যান।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশন থেকে মোট ১৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এখনও পর্যন্ত কেউ মনোনয়ন পত্র জমা দেননি।’
এর আগে, দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় নোমান আল মাহমুদকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উপনির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।’
নোমান আল মাহমুদ ১৯৭১-৭৩ সালে সিটি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। পরবর্তীতে ৭৪-৭৭ সালে মহানগর ছাত্রলীগের কমিটিতে শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হন। ১৯৭৯ সালে যুবলীগে মহানগর কমিটির সদস্য হন। কেন্দ্রীয় যুবলীগের মোস্তফা মহসিন মন্টু ও ভুলু সরকারের কমিটির সময়কালে ১৯৮৭ সালে সম্মেলনের মাধ্যমে মহানগর যুবলীগের সভপতি নির্বাচিত হন। পরবর্তীতে ’৯৪ সালে শেখ সেলিম-কাজী ইকবাল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ৯৭ সালে জাহাঙ্গীর কবির নানক-মির্জা আজম কমিটির সদস্য হন। বর্তমানে তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। এর আগের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে মোছলেম উদ্দিন সংসদ সদস্য হন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৭ জন আবেদন জমা দেন।
সারাবাংলা/আইসি/পিটিএম