মানিকদি থেকে নারীর মৃতদেহ উদ্ধার
২৫ মার্চ ২০২৩ ২২:২৬
ঢাকা: রাজধানীর সবুজবাগের মানিকদি এলাকা থেকে খাদিজা বেগম (৪৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ভবঘুরে প্রকৃতির ছিল।
শনিবার (২৫ মার্চ) বেলা ৩টার দিকে উত্তর মানিকদি’র একটি ছোনের বন থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ওই নারী মানসিক ভারসামন্যহীন ও ভবঘুরে প্রকৃতির। খবর পেয়ে উত্তর মানিকদি মোল্লাবাড়ি মালুরমাঠ এলাকায় ছনের বনের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অসুস্থাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআই আরও জানান, ওই নারীর কোনো স্বজন পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম খাদিজা বেগম, বাবার নাম আব্দুল কারী বলে জানা গেছে। বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার জারুয়া গ্রামে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম