ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণফোরামের
২৬ মার্চ ২০২৩ ১০:৫৯
ঢাকা: মহান স্বাধীনতা দিবসে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহাসিন মন্টু। তিনি বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে।’
রোববার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অপেক্ষামান সাংবাদিকদের মাধ্যমে জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি।
মোস্তফা মহাসিন মন্টু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র, ন্যায়বিচার, ৭০ এর নির্বাচনের মত সুষ্ঠু নির্বাচন। আজ দেশে সেই মুক্তিযুদ্ধের চেতনা অনুপস্থিত। দেশে চলছে লুটতরাজ, গুম হত্যা, মানিলন্ডারিং।’
মুক্তিযোদ্ধারা জাতির জনকের ডাকে গণতন্ত্রের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, জীবনের নিরাপত্তার জন্য, শোষষমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ হয়েছে, আমরা ভৌগলিক মানচিত্র পেয়েছি। পতাকা পেয়েছি। কিন্তু গণতন্ত্র, ন্যায়বিচার, জনগণের ভোটাধিকার পাইনি। জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হয়েছে। তাই আজ সময় এসেছে এসবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার।’
এসময় দলের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট সুব্রত ঘটক, দলের নেতা সিদ্দিকুর রহমান, ফারুখ হোসেন, আব্দুল হাসিব চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও