জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা
২৬ মার্চ ২০২৩ ১৪:১৯
ঢাকা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা।
স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবীব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নেছারুল হক, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নাজিম উদ্দীন আলম, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অনেকে।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে কোরআনখানি, দরুদ ও ফাতেহা পাঠের আয়োজন করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল।
সারাবাংলা/এজেড/এমও