Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু দেশ দিয়েছেন, ৫৩ বছরেও আমরা ভোটাধিকার পাইনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৩ ১৪:৫৩

ঢাকা: জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে দেশের জনগণ স্বাধীনতা পেয়েছে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও গণতান্ত্রিক ন্যায় বিচার ও ভোটাধিকার পাইনি।

রোববার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, দলের চেয়ারম্যানের উপদেষ্টা জহিুরল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহাজাদসহ নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। তবে দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাননি।

বিজ্ঞাপন

সাইদুর রহমান টেপা বলেন, ‘আমরা সন্ত্রাস, রাহাজানি ও গুম-খুনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান আরও কঠোর হবে। জাতীয় পার্টি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ম্যান্ডেটে আগামীতে জাপা সরকার গঠন করবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু দিয়েছেন দেশ। আর জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দেশ ও জাতিকে দিয়েছেন উন্নয়ন। তাই আজ দেশবাসীকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় পার্টি সাইদুর রহমান টেপা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর