Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্দিকবাজার ট্র্যাজেডি: দগ্ধ হাসানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৩ ১৫:০৫ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৯:১৬

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ খলিলুর রহমান হাসান (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, হাসানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার মাথায় গুরুতর আঘাত ছিল। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

মৃত হাসানের ছোট ভাই রাহাতুল ইসলাম জানান, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। বাবার নাম আবু আহমেদ সিদ্দিক। দুই ছেলে ও এক মেয়ের জনক হাসান। তিনি সিদ্দিকবাজার এলাকায় থাকতেন। ফুটপাতে ব্যাগ বিক্রি করতেন। ঘটনার সময় সিদ্দিক বাজারের রাস্তায় বসে ব্যাগ বিক্রি করছিলেন।

সারাববাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ ট্র্যাজেডি সিদ্দিকবাজার

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর