Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা শিশু হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৩ ২৩:০৪

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তার নাম মো. মামুন। তিনি মিরপুর এলাকার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা ছিলেন।

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বাবার নাম মৃত ফজলুল হক।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মামুনের বড় ভাই মো. মাসুদ রানা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া সারাবাংলাকে বলেন, সকাল বেলা মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয় পুলিশ। শিশু হাসপাতালের সিসিটিভি ফুটেজ তল্লাশি করে দেখা যায়, আনসার ও অ্যাম্বুলেন্সচালকসহ বেশ কয়েকজন একজনকে মারধর করছেন। পরে ওই ব্যক্তি মারা যান।

এ ঘটনায় রোববার বিকেলে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার দেখানো হয়েছে। আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/একে

টপ নিউজ পিটিয়ে হত্যা শিশু হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর