Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ০৯:১৫

ঢাকা: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।’

কেউ হতাহত হয়েছে এমন খবর ফায়ার সার্ভিসের কাছে এখন পর্যন্ত আসেনি বলেও তিনি জানান।

এর আগে, সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানতে পারে বলে জানান ডিউটি অফিসার রাফি আল ফারুক।

আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

সারাবাংলা/এসবি/এমও

ফায়ার সার্ভিস সাততলা বস্তির আগুন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর