আগুনে পুড়েছে সুইপার কলোনি, ক্ষতিগ্রস্ত হানিফ ফ্লাইওভার
২৭ মার্চ ২০২৩ ১০:০০
ঢাকা: রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের পাশেই হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ী দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সুইপার কলোনিতে আগুন লেগেছিল। রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত হয়েছে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ। ক্ষতির মাত্রা জানার জন্য পরীক্ষা করে দেখবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
সোমবার (২৭ মার্চ) ভোরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘হানিফ ফ্লাইওভারের নিচে ওই অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। বর্তমানে যারা এখানে বসবাস করছে, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তা না হলে ভবিষ্যতেও এমন আগুনের ঘটনা ঘটবে।’
তিনি বলেন, ‘টিনশেড মার্কেটে আগুন লাগে। সেখানে অনেক পুরনো দাহ্য পদার্থ ছিলো। এছাড়া গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হতো। আমরা প্রথমেই চেষ্টা করেছি আগুন যেন ছড়িয়ে না পড়ে।’
তিনি আরও বলেন, ‘এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি, কলোনির কোনো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।’
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন জানান, রাত ৩টা ২৬ মিনিটে একটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সারাবাংলা/এসবি/এমও